বিশ্বজুড়ে
মালয়েশিয়ায় ২৬৬ বাংলাদেশি গ্রেফতার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মালয়েশিয়ায় ২৬৬ বাংলাদেশিসহ ৫২৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) বিকেলে দেশটির কোটা রায়া, জালান সিলাং বাস স্টেশন ও পুডু এলাকার অলিগলিতে ব্যাপক অভিযান চালায় সেদেশের ইমিগ্রেশন বিভাগ।
ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতু ইন্দিরা খাইরুল দাজাইমি বিন দাউদের নেতৃত্বে ১৭৫ জন অভিবাস বিভাগের কর্মকর্তা ও এসএসএম, জিপিএনসহ মোট ২৪৭ কর্মকর্তা অভিযানে অংশ নেন।
এ সময় গ্রেফতারের ভয়ে অবৈধদের পাশাপাশি বৈধরাও পালাতে থাকেন। কয়েক ঘণ্টার অভিযানে ১ হাজার ৭০৯ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করেন কর্মকর্তারা। এর মধ্য থেকে ২৬৬ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫২৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।