প্রধান শিরোনামবিশ্বজুড়ে

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৩৯ অবৈধ অভিবাসী আটক

ঢাকা অর্থনীতি ডেস্ক: মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশি নাগরিকসহ ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

অভিবাসন বিভাগের মহাপরিচালক জানান, দেশটির দুর্নীতি দমন কমিশনের সঙ্গে পুত্রাজায়া ইমিগ্রেশন বিভাগের ২৪ জন কর্মকর্তা এই অভিযানে অংশ নেন। ক্যামেরুন হাইল্যান্ডের কুয়ালা তেরলার ৭টি সবজি ও ফুলের বাগানে এ অভিযান চালানো হয়। এসময় ১২ জন বাংলাদেশি ছাড়াও ওই অভিযানে ভারতের ১৭, মিয়ানমারের ৮ এবং নেপালের দুই নাগরিককে আটক করা হয়।

মহাপরিচালক আরও বলেন, বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে। অভিযান চলাকালে অবৈধ অভিবাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু ব্লক রেইড দিয়ে তাদের আটক করা হয়। আটকদের লেংগিং ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত ও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়াও তদন্তের জন্য সবজি বাগানের আরও ৬ কর্মীকে ইমিগ্রেশন বিভাগে ডাকা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

/এসএম

Related Articles

Leave a Reply

Close
Close