প্রধান শিরোনামবিশ্বজুড়ে

মালয়েশিয়ার সাগরে ঝাঁপ দিয়ে ২৪ রোহিঙ্গা নিখোঁজ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মালয়েশিয়ার ল্যাংকাউই দ্বীপের পশ্চিমের সমুদ্রে ২৪ জন রোহিঙ্গা ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন।

মালয়েশিয়া কোস্টগার্ডের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার গভীর রাতে একটি নৌকা ল্যাংকাওয়ি দ্বীপের পশ্চিম উপকূলে যাওয়ার সময় ২৫ জন লোক সাগরে ঝাঁপ দিয়ে সাঁতরে উপকূলে ওঠার চেষ্টা করে। তাদের মধ্যে একজন ডাঙায় উঠতে পারলেও ২৪ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। কেদা ও পেরিলিসের স্টেট মেরিটাইম ডিরেক্টর অ্যাডমিরাল মোহাম্মদ জাওয়াওয়ী আবদুল্লাহ বলেন, বেঁচে যাওয়া ওই যুবকের নাম নূর হোসেন (২৭)।

মেরিটাইম রেসকিউ সাব-সেন্টার (এমআরএসসি) জানিয়েছে, পুলিশের কাছ থেকে ওই ঘটনার খবর পেয়ে নৌকাটি রাত ১০টার দিকে লোকালয়ে নিয়ে আসা হয়।

রোববার এক বিবৃতিতে মোহাম্মদ জাওয়াওয়ী আবদুল্লাহ বলেন, মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এপিএমএম) দুটি সামুদ্রিক জাহাজ ও প্রতিরক্ষামূলক হেলিকপ্টার নিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, ল্যাংকাউই দ্বীপের পশ্চিমে ১০৯ নটিক্যাল বর্গ মাইল ধরে তল্লাশি চালানো হচ্ছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close