বিনোদন
মালেক আফসারীর বিরুদ্ধে জিডি
ঢাকা অর্থনীতি ডেস্ক: ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনে ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। গতকাল সোমবার (৭ মার্চ) তেঁজগাও শিল্পাঞ্চল থানায় তিনি এ সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ৩৭৮।
জিডিতে লিখা আছে, একটি ভিডিওতে অরুণা বিশ্বাসকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মালেক আফসারী। যা তিনি তার এক ভাতিজার মাধ্যমে জানতে পেরেছেন। ভিডিওতে মালেক আফসারী কুইঙ্গিতপূর্ণ এমন কিছু কথা বলেছেন যা অরুণার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে।
প্রসঙ্গত, মালেক আফসারী পরিচালিত ‘ক্ষমা’ ছবিতে নায়িকা হিসেবে কাজ করেছেন অরুণা বিশ্বাস। ছবিতে তার নায়ক ছিলেন মান্না। এছাড়া বহু হিট-সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন। যারমধ্যে উল্লেখযোগ্য ‘এই ঘর এই সংসার’, ‘হীরা চুনি পান্না’ প্রমুখ। সর্বশেষ তার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এটিও হিট সিনেমা।
/এএস