দেশজুড়েপ্রধান শিরোনামবিশ্বজুড়ে

মালিতে মিশনে যাচ্ছে বিমানবাহিনীর ১১০ সদস্য

ঢাকা অর্থনীতি ডেস্ক: মালিতে জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী পাঠাতে যাচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী। পশ্চিম আফ্রিকার স্থলবেষ্টিত দেশটির শান্তিরক্ষায় কাজ করতে যাচ্ছে এবার বাংলাদেশ বিমানবাহিনীর মোট ১১০ জন সদস্য।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারে মালিগামী কন্টিনজেন্টের সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

মিশনে যাওয়া নতুন সদস্যদের প্রতি সেই সুনাম বজায় রাখার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান। তিনি বলেন, জাতিসংঘ মিশনে বাংলাদেশের সদস্যরা শুধু শান্তি রক্ষাই করে না, পাশাপাশি স্থানীয় অবকাঠামো উন্নয়নেও ভূমিকা রাখছে। তাই অন্য যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের বেশি সুনাম রয়েছে।

মালিতে ২০১৪ সাল থেকে বাংলাদেশের শান্তিরক্ষী মোতায়েন রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close