বিশ্বজুড়ে

মালিতে দুই শতাধিক জঙ্গি নিহত

ঢাকা অর্থনীতি ডেস্ক: মালির পশ্চিমাঞ্চলের সাহেল প্রদেশের মউরা এলাকায় সামরিক অভিযানে দুই শতাধিক জঙ্গি নিহত হয়েছে। এর আগে গত ২৩ থেকে ৩১শে মার্চ পর্যন্ত এ সামরিক অভিযান চালানো হয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানানো হয়, এলাকাটি সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে পরিচিত।

বিবৃতিতে বলা হয়, নয় দিন ব্যাপী সেনাবাহিনীর অভিযান চলাকালে ২০৩ জঙ্গি নিহত এবং ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার করা হয় বলেও জানানো হয়। তবে, এএফপি সামরিক বাহিনীর দাবি করা নিহতের এ সংখ্যা বা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া খবরের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

বেশ কিছুদিন ধরে মালি মউরা এলাকায় বেসামরিক নাগরিকসহ কয়েক ডজন মানুষ নিহতের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘোষণাটি আসল।

এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, এর আগে নিরাপত্তা পরিষদের অধিবেশনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, মালিতে চলমান সন্ত্রাসবিরোধী অভিযান বেসামরিক নাগরিকদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close