ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাসে চলমান লকডাউন মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) বিদেশি অভিবাসীদের জন্য ভিসা নবায়নে ২৫% ডিসকাউন্ট ঘোষণা।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন জাতির উদ্দেশে দেয়া ভাষণে সোমবার (৬ এপ্রিল) বলেন, আমি জানি আপনাদের (মালিকদের) জন্য কষ্টকর বর্তমান সময়ে। আপনার হতাশা হবেন না। আমার সরকার সব সময় আপনাদের কল্যাণে নিয়োজিত থাকবে। বিদেশি অভিবাসীদের নিয়মিত বেতন পরিশোধ করতে হবে।
সরকারিভাবে আমরা মালিকদের সহযোগিতা করবো।
এসময় তিনি বলেন, বিদেশি অভিবাসীদের ভিসা নবায়নে ২৫% ডিসকাউন্ট দেওয়া হবে। আপনারা বিদেশি অভিবাসীদের নিয়মিত বেতন পরিশোধ করুন। তারা যেন কোনো কষ্ট না পাই। এর পরও যদি কোন মালিক শ্রমিকদের বেতন পরিশোধ না করে তাহলে অভিবাসীরা অভিযোগ করতে পারবে।
তিনি আরো বলেন, আগামী ছয় মাসের মধ্যে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না। যেসব মালিক আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এছাড়াও সেদেশের নাগরিকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ঘোষণা করেন।
/আরএম