দেশজুড়েশিল্প-বানিজ্য

মার্চ-এপ্রিলে দেশে ডলারের ঘাটতি আর থাকবে না: পরিকল্পনামন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে ডলার সংকট নয়, ঘাটতি আছে। আগামী বছরের মার্চ-এপ্রিলে দেশে ডলারের ঘাটতি আর থাকবে না।

তিনি বলেন, সারাবিশ্বের মতো বাংলাদেশেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আশা করি ডিসেম্বর মাসে আরো কমবে। সার্বিকভাবে দেশের মূল্যস্ফীতি ভালো আছে। তবে টাকা থাকলেই অপচয় করা যাবে না।

শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। জেলা ক্রীড়া সংস্থা দুই দিনব্যাপী এ খেলার আয়োজন করেছে।

এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন। দেশের মানুষ শান্তিতে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে। ঘরে ঘরে বিদ্যুৎ আছে। খাদ্য আছে। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের ডিসি মো. জাহাঙ্গীর হোসেন, পৌর সভার মেয়র নাদের বখত, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদার রেজা চৌধুরী প্রমুখ।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close