বিশ্বজুড়ে

আমেরিকার বিরুদ্ধে একসাথে কাজ করবে চীন ও রাশিয়া

ঢাকা অর্থনীতি ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জোর দিয়ে বলেছেন যে পশ্চিমা প্রভাব মোকাবেলায় তার দেশ রাশিয়ার সাথে যৌথভাবে কাজ করবে।

গত মঙ্গলবার বেইজিং’এ শি রুশ নিরাপত্তা কাউন্সিলের সচিব নিকোলাই পাত্রুশেভের সঙ্গে কথা বলছিলেন।

চীনা নেতা বলেন, যুক্তরাষ্ট্র’সহ অন্যান্য পশ্চিমা দেশগুলো চলতি বছরে চীন এবং রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়াদিতে ক্রমবর্ধমান-ভাবে হস্তক্ষেপ চালিয়ে আসায় তা দু’দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার উপর হুমকি সৃষ্টি করেছে।

এক্ষেত্রে মার্কিন দৃষ্টিভঙ্গি বা পদক্ষেপসমূহ যে একটি ভ্রান্তি, প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের এরকম মতামতের সাথে একমত প্রকাশ করে শি আরও বলেন, নিজেদের মৌলিক স্বার্থ এবং নিরাপত্তার সুরক্ষায় দু’দেশের বন্ধুত্ব তিনি আরও জোরদার করতে চান।

উল্লেখ্য, হংকং নিয়ে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব ক্রমশ বৃদ্ধি পেয়ে চলাকালীন শি’র কাছ থেকে এরকম মন্তব্য এলো।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close