প্রধান শিরোনামবিশ্বজুড়ে

মারা গেলেন নেলসন ম্যান্ডেলার কন্যা জিনজি ম্যান্ডেলা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার কন্যা জিনজি ম্যান্ডেলা মারা গেছেন।

সোমবার দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) একজন মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন।

দেশটির সরকারি সম্প্রচার কেন্দ্র এসএবিসি জানায়, সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা এবং অদম্য সংগ্রামী নেত্রী উইনি মদিকিজেলার কন্যা জিনজি সোমবার ভোরে জোহানেসবার্গের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নেলসন ম্যান্ডেলা কারাবন্দি থাকাকালে একবার ১৯৮৫ সালে তাকে মুক্তির প্রস্তাব দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তৎকালীন শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট পি. ডব্লিউ. বোথা। প্রেসিডেন্টের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ম্যান্ডেলা। বর্ণবাদবিরোধী জনসমাবেশে বাবার ওই প্রত্যাখ্যান পত্র পাঠ করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন জিনজি ম্যান্ডেলা।

৫৯ বছর বয়সী জিনজি ডেনমার্কে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ছিলেন। মৃত্যুর সময়টিতেও তিনি ওই দায়িত্বেই ছিলেন। তবে তার মৃত্যুর কারণ এখনো জানানো হয়নি। সূত্র: রয়টার্স

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close