দেশজুড়ে

মারা গেছেন হাজী সেলিমের স্ত্রী; ২০ মাস ধরে ব্যাংককে চিকিৎসা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা বেগম (৫০) মারা গেছেন।

রবিবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১২ টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোমবার (৩০ নভেম্বর) বাদ আসর চক বাজার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

২০১৮ সালের ১৬ ডিসেম্বর ব্যাংককে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল গুলশান আরাকে। প্রায় ২০ মাস সেখান চিকিৎসাধীন থাকা অবস্থায় চলতি বছরের ২০ অগাস্ট এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় এনে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত সাতদিন আইসিউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। গুলশান আরে বেগম দীর্ঘদিন ডায়াবেটিকস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভার সমস্যায় ভুগছিলেন।

হাজী সেলিমদের পারিবারিক প্রতিষ্ঠান মদিনা গ্রুপের চেয়ারম্যানের পদে ছিলেন গুলশান আরা বেগম। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার (বর্তমানে কাউন্সিলর) ছিলেন তিনি।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close