বিশ্বজুড়েব্যাংক-বীমাশিল্প-বানিজ্য
‘মারাত্মক মন্দা’র আশঙ্কা: ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস ৬ শতাংশে নামিয়ে সতর্কবার্তা বিশ্বব্যাংকের
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রোববার বিশ্বব্যাংক ভারতের চলতি অর্থবছরের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস ৬ শতাংশে নামিয়ে এনে সতর্কবার্তা দিয়েছে যে, ‘মারাত্মক’ মন্দা দেশের অস্থির অর্থনৈতিক অবস্থাকে আরও দুর্বল করতে পারে।
এপ্রিলে তার শেষ পূর্বাভাসে, ব্যাংক জানিয়েছিল যে এপ্রিল মাসে শুরু হওয়া চলতি অর্থবছরে ভারতের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি বেশ দৃঢ় এবং প্রত্যাশিত প্রবৃদ্ধি হবে ৭.৫ শতাংশ। কিন্তু ভারত বর্তমানে গত ছয় বছরের তুলনায় সবচেয়ে ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে, এপ্রিল-জুন ত্রৈমাসিকের মাত্র পাঁচ শতাংশ প্রসারিত হয়েছে এই বৃদ্ধি। ভোক্তাদের চাহিদা এবং সরকারি ব্যয়কে পিছিয়ে রেখে ভগ্নদশা অর্থনীতির।
ব্যাংক জানিয়েছে যে তারা আশাবাদী, অর্থনীতি ধীরে ধীরে সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে, আগামী এপ্রিলে শুরু হতে চলা ২০২০-২০২১ অর্থবছরে ৬.৯ শতাংশ হারে বৃদ্ধির সম্ভাবনা দেখছে তারা।