দেশজুড়ে

মামার লাঠির আঘাতে ভাগ্নে নিহত

ঢাকা অর্থনীতি ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে হাঁস নামা নিয়ে ঝগড়ায় মামার লাঠির আঘাতে ভাগ্নে নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ভাগ্নে উপজেলার মাধাইনগড় ইউনিয়নের সরাপপুর গ্রামের রবিউল সরদারের ছেলে জাব্বার আলী (১৬)।

মামা মোহাম্মদ শেখের লাঠির আঘাতে গুরতর আহত জাব্বারকে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল, পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

একই গ্রামের মৃত নইমুদ্দিন শেখের ছেলে মামা মোহাম্মদ শেখ ঘটনার পর থেকে পলাতক।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। থানায় এখনও কেউই লিখিত অভিযোগ করেনি। তবে হাঁস পুকুরে নামা নিয়ে ঝগড়ার সূত্র ধরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
/একে

Related Articles

Leave a Reply

Close
Close