প্রধান শিরোনামবিশ্বজুড়ে

মানুষের মূত্র দিয়ে তৈরি ইট দিয়ে চাঁদে নির্মাণ করা হবে ভবন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মানুষের মূত্র দিয়ে তৈরি ইট দিয়ে চাঁদে নির্মাণ করা হবে ভবন। এমনটাই জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) এবং ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্সের(আইআইএসসি) গবেষকরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, এ নিয়ে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্সের পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে বলা হয়, চাঁদের মাটিতে বাসস্থান তৈরির কাঠামো একত্রিত করার জন্য এই ইট ব্যবহার করা যাবে। প্রক্রিয়াটি মূত্র থেকে ইউরিয়া এবং চাঁদের মাটিকে নির্মাণের কাঁচামাল হিসাবে ব্যবহার করবে।

এছাড়া বিজ্ঞানীরা দাবি করছেন, ব্যাকটেরিয়ার মাধ্যমে চাঁদের মাটিতে ভারী কিছু নির্মাণ করা সম্ভব। এদিকে এর আগে ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছিলো যে, চাঁদের মাটিতে কংক্রিট তৈরি করতে মানব মূত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ।

সংস্থাটি আরো জানায়, যদি কখনো চাঁদে কংক্রিট বানানোর প্রয়োজন পরে সে ক্ষেত্রে মানব মূত্র অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে।

ইউরোপীয় স্পেস এজেন্সির বিজ্ঞানীদের দাবি, মানব মূত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ইউরিয়া। আর তা দিয়েই সেখানকার মাটিতে বানানো যাবে কংক্রিট। জানা গেছে, ভারতের বিজ্ঞানীরাও মানবমূত্র থেকে পাওয়া ইউরিয়া এবং চাঁদের মাটি ব্যবহার করে তৈরি করবে এই ইট।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close