বিশ্বজুড়ে

মানুষের মতো দাঁত-ঠোঁটের অদ্ভুত মাছ!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রহস্যের প্রকৃতি নিজের মায়াবী আঁচলের নিচে কত কিছুই লুকিয়ে রেখেছে প্রকৃতি। অবিশ্বাস্য, অদ্ভুত কত কিছু! নিজে চোখে না দেখলে সেসব বিশ্বাস করাই কঠিন।

প্রকৃতির রূপ, রস, গন্ধের কতটুকুই বা আমরা দেখতে পাই! এক যদি প্রকৃতি স্বেচ্ছায় নিজের রহস্য উন্মোচন করে তো আলাদা ব্যাপার। অনেক সময় মানুষ নিজের অজান্তেই প্রকৃতির রহস্য ভান্ডার থেকে কিছু অদ্ভুত জিনিস আবিষ্কার করে ফেলে। সেসব রহস্যের উন্মোচন স্তম্ভিত করে দেয় আমাদের। এবারও সেরকমই হল। আরো একবার দেখা গেল মানুষের মতো দেখতে মাছ।

একেবারে মানুষের মুখে মতো ঠোঁট, দাঁত রয়েছে। তবে সেটি মাছ। মুখের গড়ন অনেকটাই মানুষের মতো। সেই মাছের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেই আসতেই ভাইরাল হয়েছে।

মূলত এই ধরনের মাছকে বলা হয় ট্রিগার ফিস। সাধারণত এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অনেক জলাশয়ে এই মাছ দেখতে পাওয়া যায়।

মাছটির শরীরে দুটি রং। আর দুটি রঙকে ভাগ করেছে লাল রঙের একটি রেখা। ঠোঁটের ওপর দিক দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত সেই লাল রেখা। মাছটির মুখ লম্বা। চোখের সামনের অংশটা দেখতে বেল্টের মতো। সূত্রঃ জি নিউজ

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close