বিশ্বজুড়ে
মানুষকে ঘুম থেকে জাগানোই তাদের কাজ, পান মোটা অঙ্কের বেতন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ তাদের কাজ মানুষকে ঘুম থেকে তোলা। আর এর জন্য বরাদ্দ ছিল বেতন! এই পেশার নাম ছিল knocker-up। ব্রিটেনে কিছু মানুষকে এমন চাকরিতে রাখা হত। তখনো ঘড়িতে অ্যালার্ম তৈরি হয়নি। আর তাই নারী-পুরুষ উভয়েই ঘুম থেকে ডেকে তুলার কাজ করতেন।
তারা সকাল সকাল চলে আসতেন সেই সব বাড়িতে যারা সময়মত ঘুম থেকে উঠতে চাইতেন। বাড়িতে এসে তারা প্রথমে লাঠি দিয়ে জানালা বা দরজায় আওয়াজ করতেন, যতক্ষণ না ঘুম ভাঙে। নয়তো বাঁশি বাজিয়েই যেতেন।
ঘুম ভাঙার পরই তাদের হাত থেকে নিস্তার পাওয়া যেতো। এই কাজ যারা করতেন তারা সবাই টাকা পেতেন। তবে এখন আর এই পেশার কোনো অস্তিত্ব নেই। যুগের সঙ্গে যেমন হারিয়েছে ঘুম পাড়ানি গান শোনানো লোকগুলো ঠিক তেমনি হারিয়েছে ঘুম ভাঙানি লোকগুলোও।
/এন এইচ