দেশজুড়ে

মানিকগঞ্জে সিঁদ কেটে গণধর্ষণ মামলার আসামিরা হাজতে

ঢাকা অর্থনীতি ডেস্ক: মানিকগঞ্জে সিঁদ কেটে ঘরে ঢুকে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ মামলার আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্রবার (১৭ই জানুয়ারি) বিকেলে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. গোলাম সারোয়ার।

এর আগে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ।

এ সময় আদালত আগামী ১৯ জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য করেন। গত বুধবার (১৫ জানুয়ারি) রাতে মানিকগঞ্জের সিঙ্গাইরে সিঁধ কেটে ঘরে প্রবেশের পর স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ করে ৭-৮ জন ব্যক্তি। এ ঘটনায় মামলা দায়েরের পর ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close