দেশজুড়ে

মানিকগঞ্জে করোনায় আক্রান্ত তাবলিগ জামাতের তিনজনকে ঢাকায় স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইরে করোনায় আক্রান্ত তাবলিগ জামায়াতের ওই তিন ব্যক্তিকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন থেকে ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা, আনোয়ারুল আমিন আখন্দ জানান, ওই তিন ব্যক্তির শরীরে কোভিড-১৯ সনাক্ত হওয়ার পর তাদের গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। কিন্তু এখানে এর কোন চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাদের আজ বুধবার (০৮ এপ্রিল) দুপুরে কুয়েত মৈত্রী হাসপাতালের স্থানান্তর করা হয়েছে।

এছাড়াও জেলা থেকে পাঠানো ১৩ জনের ফলাফল নেগেটিভ এসেছে বলে তিনি আরও জানান।

Related Articles

Leave a Reply

Close
Close