করোনাপ্রধান শিরোনাম
মানিকগঞ্জে ইউএনও, সাংবাদিকসহ ২৯ জন করোনায় আক্রান্ত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিকসহ ২৯ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মানিকগঞ্জ জেলায় এক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিকসহ ২৯ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে। শনিবার রাতে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় সদর উপজেলায় আটজন, হরিরামপুরে ৯ জন, ঘিওরে দশজন, সাটুরিয়ায় দু’জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।
/এন এইচ