দেশজুড়ে
মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে সাপ্লাই পানির সমাধান
ঢাকা অর্থনীতি ডেস্ক: পাহাড়ে পানির সংকট নিরসনে প্রথমবারের মতো প্রাকৃতিক ঝিরিকে কাজে লাগিয়ে উদ্ভাবনী প্রকল্প নিয়েছে সরকার। কোনো যন্ত্রচালিত প্রযুক্তির সহায়তা ছাড়াই মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে ঝিরিতে বাঁধ দিয়ে পাইপের মাধ্যমে পানি পৌঁছে যাচ্ছে গ্রামে গ্রামে। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের প্রকল্প আরও বাড়ানোর দাবি স্থানীয়দের।
নয়নাভিরাম পার্বত্য চট্টগ্রামের চারপাশে সবুজের সমাবেশের আয়োজন থাকলেও ভূ-প্রাকৃতিক গঠনের কারণে অনেক জায়গায় পানির স্তর পাওয়া যায় না। বিদ্যুৎবিচ্ছিন্ন দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে সারা বছরই থাকে পানির সংকট। এতে চরম দুর্ভোগে দিন পার করেন বাসিন্দারা।
পাহাড়ি অঞ্চলে পানির সংকট নিরসনে উদ্ভাবনী প্রকল্প নিয়েছে সরকার। প্রাকৃতিক ঝিরিতে বাঁধ দিয়ে পাইপের মাধ্যমে পানি পৌঁছে যাচ্ছে গ্রামে গ্রামে। এতে পানি আনতে আর কষ্ট করতে হয় না স্থানীয়দের।
দীঘিনালা বাবুছড়া ইউনিয়ন পরিষদের সচিব বেগিন চাকমা বলেন, পানি সরবরাহ করার প্রকল্প নিয়েছি। এতে এ এলাকার মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
পাহাড়ে রয়েছে অসংখ্য ঝিরি ঝরনা। যেখানে বাঁধ দিয়ে স্থায়ীভাবে পাড়াবাসীর পানির কষ্ট দূর করা সম্ভব বলে জানান খাগড়াছড়ির এলজিএসপির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর অরুণদর্শী চাকমা।
এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ি এলাকায় পানি সরবরাহ হওয়ায় কষ্ট দূর হয়েছে ১০ হাজার বাসিন্দার। পানির উৎস টিকিয়ে রাখতে প্রাকৃতিক বন সংরক্ষণের দাবি স্থানীয়দের। ঘরের দোরগোড়ায় পানি পাওয়ায় খুশি স্থানীয়রা।