বিনোদন

মাধুরীর গানে নাচের ঝড় অঙ্কিতার, ভাইরাল ভিডিও

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পরনে শিফনের হলুদ শাড়ি, খোলা চুল, অনেকটা পিঠ কাটা ব্লাউজ। লাস্যময়ী অঙ্কিতা ইন্সটাগ্রামের ‘ধক ধক’ গার্ল। হালকা নীল-সবুজ আলো আঁধারি পরিবেশে নিজের মোহময়ী ভঙ্গিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন অভিনেত্রী। নিজের পেজে শেয়ার করেছেন মাধুরী দীক্ষিতের সেই বিখ্যাত নাচ ‘ধক ধক করনে লগা’।

নাচের লাস্যময়ী স্টেপে অনুরাগীদের আরও জমিয়ে দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

তবে অনেকে অঙ্কিতার নাচের প্রশংসা করলেও, সমালোচনাও করেছেন কেউ কেউ। সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী হওয়া সত্ত্বেও কেন এমন অশালীন ভঙ্গিমায় নাচ? প্রশ্ন নেটদুনিয়ায়। কমেন্ট সেকশনে কেউ কেউ লিখেছেন, তারা এখনও সুশান্তকে ভোলেননি। অঙ্কিতা কি করে ভুলে গেলেন? আবার অনেকে কৃষক আন্দোলনের নতুন ধরণ বলেও কটাক্ষ করেছেন।

Video Player
1. -
0:30

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close