দেশজুড়ে
মাদক মামলায় একজনের যাবজ্জীবন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কুষ্টিয়ার মাদক মামলায় মিল্টন হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মিল্টন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী এলাকার খোশবার আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ এক লোক হেরোইন বহন করে নিয়ে আসছে জেনে পঁচামাদিয়া সাহেবপাড়া জামে মসজিদের পাশে আত্মগোপনে থাকে। পুলিশের উপস্থিতি দেখে মিল্টন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাকে আটক করে এবং তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেটের মধ্য সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
এ ঘটনায় এস.আই শরিফুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করে।
রাষ্ট্র পক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী সংবাদমাধ্যমে জানান, দালিলিক ও মৌখিক সাক্ষ্য পর্যালোচনায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। পরে আদালত দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।