বিশ্বজুড়ে

মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্ক: মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জুয়ান অর্লান্ডো হার্নান্দেজকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে এ খবর জানা গেছে।

এর আগে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানী তেগুসিগালপার নিজ বাড়ি থেকে হার্নান্দেজকে গ্রেফতার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, প্রেসিডেন্ট জুয়ানের বিরুদ্ধে মাদক পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মার্কিন প্রশাসন তাকে প্রত্যর্পণের অনুরোধ জানানোর কয়েক ঘণ্টা পর তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়। যাতে তিনি পালাতে না পারেন। এরপর গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, তার ছোট ভাই টনি হার্নান্দেজও মাদক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাকে গত বছর যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যদিও তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close