দেশজুড়ে
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধেছুয়াপালং গ্রামে ইয়াবা ব্যবসায়ী ও মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ বাবা মো. ফেরদৌস (৬৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ফেরদৌস খুনিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার আবদুল্লাহ বিদ্যুতের বাবা। ঘাতক ছেলে আবদুল কাদের পলাতক রয়েছে।
পুলিশ জানায়, গত ১ আগস্ট দিনগত রাত ২টার দিকে তিনি নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে আহত হন। প্রথমে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানিয়েছেন, ইয়াবা আসক্ত আবদুল কাদের ওইদির রাতে বাড়িতে বসে ইয়াবা সেবন করছিলেন। বৃদ্ধ বাবা ফেরদৌস তার ছেলে কাদেরকে ইয়াবা সেবন না করার জন্য বললেই ক্ষুব্ধ হয়ে বাবার পেটে উপর ছুরিকাঘাত করে কাদের।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরের বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইলে একাধিকবার কল করার পরেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।