দেশজুড়ে

মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিদের কাছ থেকে ১ হাজার ৯৬০ ইয়াবা, ১৩ কেজি ৫০ গ্রাম গাঁজা ও ৪৩৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close