দেশজুড়েপ্রধান শিরোনাম

মাত্র ৫ টাকা ভাড়া কম দেয়ায় যাত্রীকে বাস থেকে ধাক্কা দিল হেলপার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মাত্র ৫ টাকা ভাড়া কম দেয়ায় দ্বিতল বাস থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের পায়রাবন্দ ইউপির দমদমা তারাগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী যাত্রীর নাম জীবন। তার বাড়ি রংপুর সদর উপজেলার পাগালাপীর এলাকায় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর শঠিবাড়ি ফায়ার সার্ভিসের অধিনায়ক কাজল মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, বাসের হেলপার ভাড়া চেয়েছিল ২৫ টাকা। ওই যাত্রী দিয়েছিল ২০ টাকা। ৫ টাকা কম দেয়ায় বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে বাস থেকে ফেলে দেয়া হয়। দ্বিতল বাসটি পীরগঞ্জ থেকে পাগলাপীর যাচ্ছিল। তবে, বাসটি আটক করা সম্ভব হয়নি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close