বিশ্বজুড়ে

মাত্র ১টাকায় মিলবে স্যানিটারি ন্যাপকিন!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নারীর জন্য অপরিহার্য্য পণ্য স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করতে নানা উদ্যোগ নিয়েছে ভারত সরকার। দেশটির বেশকিছু এলাকায় পণ্যটি মাত্র আড়াই টাকায় পাওয়া যায়। কিন্তু সেটি এখন আরও সহজলভ্য করতে মাত্রা ১ টাকা দাম নির্ধারণ হচ্ছে।

ভারত সরকারের পক্ষ থেকে ‘সুবিধা’ নামক ব্রান্ডের স্যানিটারি ন্যাপকিন আরও সহজ করা হচ্ছে উল্লেখ করে দেশটির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মনসুখ মনদবিয়া এ তথ্য জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, মঙ্গলবার (২৭ অগাস্ট) থেকেই দেশের সব সরকারি ঔষধের দোকানে ১ টাকার ন্যাপকিন পাওয়া যাবে।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মনসুখ মনদবিয়া বলেন, মঙ্গলবার থেকেই আমরা মাত্র ১ টাকায় পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করব। ‘সুবিধা’ নামে এই স্যানিটারি ন্যাপকিন দেশের সব সরকারি ঔষধি স্টোরে পাওয়া যাবে।
ভারতে সরকারি স্টোরগুলোতে এর আগে মাত্র আড়াই টাকায় যে স্যানিটারি ন্যাপকিন পাওয়া যেত তারই দাম কমানো হয়েছে। চারটি ন্যাপকিনসহ একটি প্যাকেটের দাম আগ ছিল ১০ টাকা। মঙ্গলবার থেকে এই একই স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটের ৪ টাকা।
উল্লেখ্য, ভারত সরকার স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করতে বিরাট অংকের অর্থ ভর্তুকি দিয়ে এটি দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার চেষ্টা করছে।

Related Articles

Leave a Reply

Close
Close