দেশজুড়ে

মাতারবাড়ী হবে দ্বিতীয় সিঙ্গাপুর সিটি : নৌ প্রতিমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দিনাজপুর, ২৪ জানুয়ারি ২০২০ (বাসস) : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, গভীর সমুদ্র বন্দর নির্মিত হলে মহেশখালীর মাতারবাড়ী বন্দর হবে দ্বিতীয় সিঙ্গাপুর সিটি হিসেবে গড়ে উঠবে।তিনি বলেন, আগামী ২০২৪ সালের মধ্যে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ শেষ হবে। ২০৪১ সালের মধ্যে ছোট্ট এ দ্বীপে সিঙ্গাপুরের আদলে একটি শহর গড়ে উঠবে।আজ দিনাজপুরের বিরলে আজিমপুর ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু ।খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নোয়াখালীর স্বর্ণদ্বীপেও সিঙ্গাপুরের আদলে আরেকটি শহর গড়ে উঠবে। তিনি বলেন, মুজিব বর্ষ হচ্ছে দেশকে আলোকিত করার বছর।

ঘরে ঘরে বিদ্যুত দেয়ার সরকারের এ প্রকল্পেও বিএনপি বাঁধা দিয়েছিল।প্রতিমন্ত্রী বলেন, নানা প্রতিকুলতার মধ্যেও দেশের উন্নয়ন থেমে থাকেনি। ২০৪১ সালের মধ্যে সব বৈদ্যুতিক তার মাটির নিচ দিয়ে যাবে, সারাদেশের কোথাও মাথার ওপর কোন বৈদ্যুতিক তার থাকবেনা। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, এ উন্নয়ন রথ কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close