খেলাধুলা
মাঠে ঢুকে পড়া মুস্তাফিজের সেই ভক্ত কারাগারে
ঢাকা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে হুট করেই মাঠে ঢুকে পড়া ‘কাটার মাস্টার’ মুস্তাফিজের কথিত ভক্ত রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বাইশ গজে একের পর ভরাডুবি টিম টাইগার্সের। তার মধ্যেও সব ছাপিয়ে এখন আলোচনায় শনিবার (২০ নভেম্বর) খেলা চলাকালীন সেই ঘটনা।
এর আগে মুস্তাফিজের সেই ভক্ত কুমিল্লার ছেলে রাসেলকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়েছিল পুলিশ। সেই একই ধারায় তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করা হয়।
তবে রোববার (২১ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মিরপুর মডেল থানার টহল পরিদর্শক মোহাম্মদ মাহফুজুল হক বকশি বলেছিলেন, ‘আইনগতভাবে যেটি ঘটার সেটিই ঘটবে। আমরা প্রথম যে কাজটি করেছি, ঘটনার পরেই তাকে হেফাজতে নিয়ে নিয়েছি। আমাদের ডিসি স্যার ছিলেন, উনি সঙ্গে করেই থানায় নিয়ে গেছেন।’
শনিবার (২০ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বায়োবাবল ভেঙে মুস্তাফিজুর রহমানের এক ভক্ত মাঠে প্রবেশ করে। ঘটনাটি রীতিমতো জন্ম দিয়েছে সমালোচনার।
অতিরিক্ত সতর্কতা হিসেবে ম্যাচ চলাকালীন মুস্তাফিজকে উঠিয়ে নেওয়া হয়। রোববার (২১ নভেম্বর) পুরো দলের করা হবে একদফা কোভিড পরীক্ষা। অনেক যদি কিন্তু নির্ভর করছে ম্যাচ রেফারির দেওয়া রিপোর্টের ওপর।
পাকিস্তানের ইনিংসের ১৩তম ওভার, নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিল না মাঠ কিংবা টিভি সেটের সমানের দর্শকরা। অতি উৎসাহী ভক্তের কাণ্ডে হুমকির মুখে গোটা সিরিজ। কুমিল্লার জাকির হোসেনের ছেলে রাসেল। নিজেকে বলছেন মুস্তাফিজের ভক্ত। নিরাপত্তা বলয় ছেদ করে পৌঁছে যান মুস্তফিজের কাছে। খেলা বন্ধ থাকে মিনিট পাঁচেক। তার সংস্পর্শে আশায় মুস্তাফিজকে উঠিয়ে নেওয়া হয় তৎক্ষণাৎ।