দেশজুড়েপ্রধান শিরোনাম
মাটির নিচ থেকে অস্ত্র- গুলি উদ্ধার
ঢাকা অর্থনীতি ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১টার দিকে গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে মৃত ওয়াজেদ জোয়াদ্দারের ছেলে রবিউল জোয়াদ্দারের বসত ঘরের মাটির নিচ হতে বিশেষ ভাবে রক্ষিত অবস্থায় এসব উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, গাবুরায় আমিরুল হত্যা মামলায় গ্রেফতার আসামি মান্নান সানার স্বীকারোক্তিতে উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে মৃত ওয়াজেদ জোয়াদ্দারের ছেলে রবিউল জোয়াদ্দারের বসত ঘরের মাটির নিচ হতে বিশেষভাবে রক্ষিত অবস্থায় দেশী তৈরী একটি শার্টার গান, ৩০ রাউন্ড বন্দুকের তাজা গুলি, ৩৮টি গুলির খোসা, ৩০৩ রাইফেলের তাজা গুলি ৪ রাউন্ড ও পয়েন্ট টুটুবোর বন্দুকের ৪০টি তাজা গুলি উদ্ধার করে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে রবিউল জোয়াদ্দার পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে।