দেশজুড়েপ্রধান শিরোনাম
মাজারের টাকা ভাগাভাগির ঘটনায় প্রতিপক্ষের বল্লমের আঘাতে নিহত ১
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় মাজারের টাকা ভাগাভাগির ঘটনায় প্রতিপক্ষের বল্লমের আঘাতে নুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার যাত্রাপুর গ্রামে আয়েত আলী শাহ মাজারে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে।
নিহতের ভাই আজিজুল ইসলাম বলেন, পীর আয়েতআলী শাহ মাজারের খাদেম আলামীন শাহ্ প্রতি বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে গানবাজনার মজমায় বসেন। এসব কাজে তার চাচাত ভাই নুরুল ইসলাম বাধা দিয়ে আসছিল। এ ঘটনার সূত্র ধরে আজ বিকেলে ওই মাজারের খাদেম আলামীন শাহ্ চর চারতলা তার গ্রামের লোকজন নিয়ে নুরুল ইসলামের ওপর হামলা করেন। এসময় হামলাকারীরা তার ভাই নুরুল ইসলামের বুকে বল্লম দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে ডা. এবিএম মুছা চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/এন এইচ