শিল্প-বানিজ্য

মাছ ধরার নিষেধাজ্ঞায় বেড়েছে মাছের দাম

ঢাকা অর্থনীতি ডেস্ক: সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় খুলনার বাজারগুলোয় সরবরাহ কমেছে। সেই সঙ্গে বর্ষার মৌসুম শুরু না হওয়ায় বিভিন্ন ঘেরের মাছেরও সরবরাহ স্বাভাবিক নেই। ফলে চাহিদা থাকায় সব ধরনের মাছের দাম বেড়েছে।

ছুটির দিনে খুলনার রূপসা বাজারে ক্রেতাদের ভিড়। তবে চাহিদার তুলনায় বাজারে তেমন মাছের দেখা নেই। স্বল্প পরিসরে পাঙ্গাস, তেলাপিয়া, রুই, মাগুর ও পাবদা মাছের মিলছে।

ব্যবসায়ীদের দাবি, সাগরে ৬৫ দিনের অবরোধ থাকায় মাছের সরবরাহ কমেছে। এ ছাড়া ঘের থেকে আশানুরূপ মাছ পাওয়া যাচ্ছে না। তাই সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি মাছের দাম ৩০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি দু-একটি দোকানে ইলিশের দেখা মিললেও দাম আকাশচুম্বী। এক কেজি ওজনের ইলিশ এক হাজার ৬০০ থেকে এক হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে ক্ষুব্ধ ক্রেতারা।

মাছের দাম বেশি হওয়ার বিষয়ে ব্যবসায়ীরা বলেন, বাজারে মাছের দাম বেশি। সাগরে মাছ নেই তো, তাই ছোট মাছের দামও অনেক বেশি। মাছ কম হওয়ায় দাম বেশি।

এদিকে রূপসা সাদা মাছ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান জন্টু জানান, আসন্ন বর্ষা মৌসুমে দেশীয় মাছের সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে আসবে।

উল্লেখ্য, খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে প্রতিদিন গড়ে অর্ধকোটি টাকার মাছ কেনাবেচা হয়।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close