দেশজুড়ে
মাছ চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জয়পুরহাটের সদর উপজেলার উত্তর জয়পুরহাট গ্রামের রফিকুল ইসলাম বাবুকে মাছ চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবু মারা যায়। মৃত বাবু একই গ্রামের তালেবুর রহমানের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, সদর উপজেলার উত্তর জয়পুরগ্রামের ইজারাকৃত পুকুর থেকে বাবু মাছ চুরি করেছেন বলে পুকুর মালিকরা সন্দেহ করেন। এর জের ধরে পুকুর মালিকরা জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকায় ডেকে নিয়ে রফিকুল ইসলাম বাবুকে বেধড়ক মারধরসহ তার শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুনের স্যাঁকা দিয়ে নির্যাতন করেন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে বাবু মারা যায়।
এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।