তথ্যপ্রযুক্তি

মাইক্রোসফট বোর্ড থেকে পদত্যাগ করলেন বিল গেটস

ঢাকা অর্থনীতি ডেস্কঃ যুগান্তকারী প্রযুক্তি প্রতিষ্ঠান ‘মাইক্রোসফট’র পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেছেন এর অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস।

শনিবার (১৪ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রাতিষ্ঠানিক দায়িত্ব ছেড়ে আগামীতে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন ৬৫ বছর বয়সী বিশ্বের অন্যতম শীর্ষ এ ধনী।

এর আগে বিল গেটস আরেক ধনকুবের ওয়ারেন বাফেটের বার্কশায়ার হাথাওয়ে কোম্পানির পরিচালনা বোর্ড থেকেও পদত্যাগ করেন।

মার্কিন বিজনেস পত্রিকা ফোর্বস’সের জরিপ অনুসারে বিল গেটস বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী। তার আগে আছেন আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যামাজন’র প্রতিষ্ঠাতা জেফ বেজোস। বিল গেটসের বর্তমান সম্পত্তির অর্থমূল্য প্রায় ১০৩.৬ বিলিয়ন।

কম্পিউটারের সফটওয়্যার তৈরি করেই ক্রমে ক্রমে বিশ্বের শীর্ষ ধনীদের একজন হয়ে ওঠেন বিল গেটস। একাধারে ১৩ বছর যাবৎ তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close