দেশজুড়েপ্রধান শিরোনাম

মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া, সম্পাদক রহিমা

ঢাকা অর্থনীতি ডেস্ক: দীর্ঘ ১০ বছর পর আওয়ামী লীগের সমর্থক সংগঠন মহিলা শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। এর মধ্য দিয়ে সুরাইয়া আক্তারকে সভাপতি এবং কাজী রহিমা আক্তার সাথীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় এই সম্মেলন উদ্বোধন করেন।

সম্মেলন উদ্বোধনের পর দ্বিতীয় অধিবেশনে সারাদেশের কাউন্সিলর ও প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি গণমাধ্যমকে জানান, দুই বছর মেয়াদী কমিটিতে মহিলা শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি সুরাইয়া আক্তার সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক সামসুন্নাহার ভূঁইয়া কার্যকরী সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রহিমা আক্তার সাধারণ সম্পাদক হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই কমিটির নেতারা ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।

মহিলা শ্রমিক লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালে।

Related Articles

Leave a Reply

Close
Close