দেশজুড়ে
মহাসড়ক তৈরির অভিজ্ঞতা নেই বিএনপির: ওবায়দুল কাদের
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ‘মহাসড়ক করার কোন অভিজ্ঞতা তো বিএনপির নেই। যখন ক্ষমতায় ছিলো তখন চার লেনের কোন রাস্তাই ছিলো না। পদ্মাসেতু, মেট্রোরেল এ সব তারা স্বপ্নেও দেখেনি। এ দেশে সড়ক অবকাঠামোর যে উন্নয়ন হয়েছে, এসব বিষয়ে তাদের কোন অভিজ্ঞতা নেই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার বনানীর সেতু ভবনে পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘মহাসড়ক তৈরি করার কোনো অভিজ্ঞতা বিএনপির বলেই টোল আদায়ের সিদ্ধান্ত নিয়ে তারা মিথ্যাচার করছে। অন্য দেশে যে টোল আদায় হয় এটা বিএনপি জেনেও না জানার ভান করছে। রাস্তা করতে হলে তো রাস্তা ব্যবহার উপযোগী রাখতে হয়, রাস্তার তো মেন্টেইনেন্স আছে।’
এ সময় ‘বিএনপির আন্দোলনের হুমকিকে কিভাবে দেখছেন’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না। আওয়ামী লীগ আন্দোলন মোকাবিলা করেই ক্ষমতায় এসেছে। আন্দোলন শান্তিপূর্ণভাবে করলে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা, বিশৃঙ্খলা করলে সমুচিত জবাব দেওয়া হবে।’
/আরএম