আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

মহাসড়কে ডাকাতিকালে ১৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত দলের ১৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ২টি পিকআপসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

রবিবার (১ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব। এর আগে আজ ভোরে র‍্যাব ফোর্সেস সদরদপ্তরের গোয়েন্দা শাখার সহযোগীতায় র‍্যাব-৪ ও র‌্যাব-১১ এর একটি দল আশুলিয়ার নবীনগরে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করে। পরে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা জেলার আলমগীর (২৩), মোঃ রাজু (২৬), আব্দুল মালেক শিকদার (৬৮)। নারায়নগঞ্জ জেলার কবির হোসেন (৩৫), রিপন (২৪), রবিউল আউয়াল (৩৪), মোঃ জুয়েল (২১), সুমন (৩৪), জুবায়ের (২৫), জাকির (৩৫), সোহেল (৪৩), বিল্লাল হোসেন (৩৮)। মানিকগঞ্জ জেলার আইয়ুব শেখ (৪৫), ও বরিশাল জেলার রাজন (২৪)।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামী রিপনের বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা, কবিরের নামে ৪টি, আলমগীরের নামে ৭টি, রবিউলের নামে ৩টি ও অন্যান্যদের নামে বিভিন্ন থানায় ডাকাতি, মাদক, চুরির মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ, সাভার, আশুলিয়া এলাকায় চলন্ত গাড়িতে ডাকাতি করে আসছিল।

Related Articles

Leave a Reply

Close
Close