শিল্প-বানিজ্য
মহাসড়ক ৪ লেনে উন্নীত করতে অর্থ দেবে এডিবি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা-সিলেট, রংপুর-বাংলাবান্ধা, রংপুর-বুড়িমারী এবং বরিশাল-ফরিদপুর মহাসড়ক চার লেনে উন্নীত করতে অর্থায়ন করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে একথা জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর মি. মনমোহন পারকাশ।
মনমোহন পারকাশ জানান, ঢাকা-সিলেট, রংপুর-বাংলাবান্ধা, রংপুর-বুড়িমারী এবং বরিশাল-ফরিদপুর মহাসড়কের প্রতিটিতে চার লেনের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন থাকবে।
এরই মধ্যে রংপুর-বুড়িমারী এবং বরিশাল-ফরিদপুর মহাসড়ক চার লেনে উন্নীত করার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে।
এ সময় দেশের সড়ক অবকাঠামোর উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য মন্ত্রী এডিবিকে ধন্যবাদ জানান।