দেশজুড়েপ্রধান শিরোনাম
মহাসড়কে অটোরিক্সা বন্ধের দাবিতে হবিগঞ্জে চলছেনা বাস
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মহাসড়কে সিএনজি অটোরিক্সাসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে হবিগঞ্জে অনির্দিষ্টকালের বাস মিনিবাস ধর্মঘট চলছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৬টা থেকে হবিগঞ্জ-সিলেটসহ জেলার সকল অভ্যন্তরীণ সড়কে এ ধর্মঘট শুরু হয়েছে। হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপ ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দিয়েছে।
হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন যাবৎ মহাসড়কে সিএনজি অটোরিক্সাসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে প্রশাসনকে জানালেও কোনো কাজ হয়নি তাই ধর্মঘট আহ্বান করা হয়েছে।
তিনি বলেন, “আগামীকাল থেকে প্রয়োজনে ট্রাকও বন্ধ করে দেওয়া হবে।”
এদিকে, হঠাৎ করে বাস মিনিবাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শ্রমজীবি ও কর্মজীবি সাধারণ মানুষেরা। অনেকেই নিজ নিজ কর্মস্থলে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।
হবিগঞ্জ থেকে মাধবপুরগামী শ্রমিক বশির জানান, হঠাৎ বাস বন্ধ হওয়ায় আমরা শ্রমিকরা চরম বিপাকে পড়েছি। সময়মত কাজে যোগদান না করলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে।
বিবাড়িয়গামী শাহাদাত হোসেন নামে এক যাত্রী জানান, আমাদের অফিস মিটিং ছিল। হবিগঞ্জ থেকে ৬ জন অংশগ্রহণ করার কথা কিন্তু ধর্মঘটের কারণে সময়মত পৌঁছাতে পারবো কিনা সন্দেহ আছে।
তবে অফিস বা কর্মস্থলে পৌঁছাতে অনেককেই ট্রাকে চলাচল করতে দেখা গেছে।
/আরএম