দেশজুড়েপ্রধান শিরোনাম

মহাখালীর সাততলা বস্তি এলাকায় ভয়ঙ্কর আগুন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মহাখালীর সাততলা বস্তিতে মাঝরাতে লাগা আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের প্রায় ১৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন কীভাবে লেগেছে তার খবর জানতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়।

এলাকায় মাইক দিয়ে আগুন লাগার খবর শুনে যে যার মতো বাসা থেকে বেড়িয়ে পড়ে। এতে নিম্ন আয়ের মানুষগুলোর ঠিকানা যেমন পুড়েছে নিশ্ব: হয়েছে কয়েকশত মানুষ।

রাত প্রায় একটা। সবাই যখন ঘুমে ঠিক তখন মহাখালীর সাত তলা বস্তিতে লাগে আগুন। পুড়ে যায় প্রায় শ শ’খানেক ঘর।

ফায়ার সার্ভিসের ডিজির পক্ষ থেকে আগুন লাগার কারণ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করার কথা জানায় ফায়ার সার্ভিসের।

আগুন লাগার প্রায় সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close