আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য

মসলা বেচাকেনা বেড়েছে হিলি স্থলবন্দরে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কোরবানির ঈদকে সামনে রেখে হিলি স্থলবন্দরের আড়তগুলোতে বেড়েছে মসলা বেচাকেনা। সরবরাহ ভালো থাকায় কমেছে আদা, রসুন ও পেঁয়াজের দর। আর আমদানি কম হওয়ায় বেড়েছে জিরা, এলাচ, দারচিনি ও গোলমরিচের দাম।

কোরবানির ঈদে বেড়ে যায় মসলার চাহিদা। বিশেষ করে আদা, রসুন, পেঁয়াজের চাহিদা থাকে সবচেয়ে বেশি। তাই বিশেষ এই উৎসবকে ঘিরে হিলি স্থলবন্দরে বেড়েছে ব্যবসায়ীদের ব্যস্ততা। আদা, রসুন, পেঁয়াজের দাম কমলেও বেড়েছে সাদা জিরা, দারুচিনি ও গোল মরিচের দাম।

জিরার দাম প্রতি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা, দারুচিনির দাম ১শ’ টাকা এবং সাদা এলাচের দাম দেড়শ থেকে ২শ’ টাকা পর্যন্ত বেড়েছে। বেচাকেনা ভালো হওয়ায় খুশি আড়ৎদার ও পাইকাররা।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে আমদানি বেড়েছে এর আগে এতো আমদানি হতো না। স্বাভাবিকের তুলনায় দাম কিছুটা কমেছে। ঈদ পর্যন্ত এভাবে চললে আমারা ভালোভাবে ব্যবসা করে যেতে পারবো।
হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, এই বন্দর দিয়ে গত ৬ দিনে পেঁয়াজ আমদানি হয়েছে সাড়ে ৫ হাজার টন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close