দেশজুড়ে

মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পিরোজপুরের ইন্দুরকানিতে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ. আজিজ শিকদার নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ এপ্রিল) মাগরিবের আজানের সময় উপজেলার পত্তশী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আ. আজিজ শিকদার ওই গ্রামের মৃত কাশেম আলী শিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার মাগরিবের আজানের সময় আ. আজিজ বাড়ির জামে মসজিদে আজান দিতে গিয়ে মাইক্রোফোনে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে মসজিদের ফ্লোরে পড়ে যান। পরে মুসল্লিরা এসে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির বলেন, শিকদার বাড়ির মসজিদে আজান দিতে গিয়ে আজিজ শিকদার নামে এক মুয়াজ্জিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে শুনেছি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close