বিশ্বজুড়ে
মর্গে লাশের চোখ উধাও, কর্তৃপক্ষ বললেন ইঁদুরে খেয়েছে!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ হাসপাতালের মর্গে থেকে উধাও হয়ে গেল এক মৃত ব্যক্তির চোখ। কলকাতার এক হাসপাতালে একজন মৃত ব্যক্তির দেহ তার পরিবারের হাতে হস্তান্তরের সময় দেখা যায় ওই লাশ থেকে নিখোঁজ ছিল তার চোখটি।
মঙ্গলবার (২০ আগস্ট) কলকাতার রাজ্য পরিচালিত হাসপাতালের কর্তারা এই অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দেন।
জানা গেছে, রবিবার রাস্তায় পড়ে মাথায় চোট পেয়েছিলেন ৬৯ বছরের শম্ভুনাথ দাস। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে তার দেহটি হাসপাতালের মর্গে রাখা হয়।
মৃত ব্যক্তির ছেলে সুশান্ত জানান, “ময়না তদন্তের পরে যখন দেহটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছিল তখন আমরা দেখতে পেলাম যে আমার বাবার চোখ ছিল না। আমরা যখন জিজ্ঞাসাবাদ করি তখন মর্গের কয়েকজন কর্মচারী বলেন যে তার চোখ ইঁদুরে খেয়ে নিয়ে গেছে”।
তিনি পরে লিখিতভাবে গোটা ঘটনার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। তারপরেই বিষয়টি দেখার জন্য তিন সদস্যের একটি প্যানেল গঠন করা হয়, জানিয়েছেন হাসপাতালের কর্মকর্তারা।
সোমবার মৃত ব্যক্তির ছেলে সুশান্ত কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়ার পরেই বিষয়টি নিয়ে হাসপাতাল চত্বরে হৈচৈ পড়ে যায়।