বিনোদন

মন্দিরে জুতা পরে রনবীর, ছবি বয়কটের ডাক

ঢাকা অর্থনীতি ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে রনবীর কাপুর অভিনীত ছবির টিজার। আর তাতেই সোর গোল ফেলে দিয়েছে রণবীরের নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’। ছবির একটি দৃশ্যে রনবীর জুতা পরে ঢুকেছেন মন্দিরে। আর তাতেই বেজায় রেগে গেছেন তার ভক্তকূলের একাংশ। ডাক দিয়েছেন ছবি বয়কটের। খবর আনন্দবাজার পত্রিকার।

দর্শকদের একাংশের মতে, টিজারের দেখানো ছবির একটি দৃশ্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। পুরাণ, রোমাঞ্চ, সংস্কৃতির মিশ্রণে তৈরি এ ছবির টিজার মুক্তি পাওয়ার সাথেই সাথেই বেশ আগ্রহের জন্ম দিয়েছিল দর্শকদের মাঝে। ছবির নায়ক শিবা তিন শক্তি অগ্নি, পানি ও বায়ুর বলে বলীয়ান। সে হাওয়ায় উড়তে পারে। আগুন তাকে স্পর্শ করতে পারে না। এছাড়া পানিতেও রয়েছে তার অবাধ বিচরণ।

পরিচালকের আশা, কল্প-রহস্যের মোড়কে নতুন ধারার এই ছবি দর্শকের মন জয় করবে। কিন্তু ছবির শুরুতেই খেতে হলো ধাক্কা।

কিন্তু প্রশ্ন হলো কী ছিল সেই দৃশ্যে? ছবির শুরুতেই দেখা যায় রনবীর কাপুরকে। মন্দিরে জুতা পায়ে দিয়ে ঢুকছেন তিনি। আর এতেই বাধে বিপত্তি। হিন্দু সমাজে মন্দিরে জুতা খুলে ঢোকার নিয়ম বহুদিনের। আর এই দৃশ্য আঘাত করে ধর্মীয় ভাবাবেগে, এমনটাই মত দর্শকদের একাংশের।

প্রায় নয় বছর প্রচেষ্টার পর পরিচালক অয়ন মুখোপাধ্যায় তৈরি করেন ছবিটি। কিন্তু এমন বিতর্ক হুমকির মুখে ফেলে দিয়েছে ছবির ভবিষ্যৎ।

Related Articles

Leave a Reply

Close
Close