প্রধান শিরোনামবিনোদন

মডেল জেসিকা জেমসের আত্মহত্যা

 

ঢাকা অর্থনীতি ডেস্ক : আত্মহত্যার পথ বেঁছে নিলেন   মডেল ও পর্ণ তারকা জেসিকা জেমস। লস এঞ্জেলসে নিজের ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। ৪০ বছর বয়সী এই পর্ণ তারকার আত্মহত্যার কারণ খুঁজছে পুলিশ। এ বিষয়ে তদন্তও শুরু হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা বিবিসিসহ বেশ কয়েকটি দৈনিক তাদের প্রকাশিত খবরে জানিয়েছে, লস এঞ্জেলেসের সান ফার্নান্দো ভ্যালিতে স্বামীর সঙ্গে থাকতেন এই পর্ন তারকা। কিন্তু, বেশ কিছুদন জেসিকার স্বামী তার সঙ্গে ছিলেন না। এর মধ্যেই স্ত্রীর মৃত্যুর খবর পান।

জেসিকা কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সে বিষয়ে জানতে তার স্বামীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

আলাস্কায় জন্ম নেয়া জেসিকা এক সময় মডেল হিসেবে তারকা খ্যাতি পান। কিন্তু, ২০০২ সালে নীল দুনিয়ায় পা রাখেন। এরপর, নীল দুনিয়াতেও তারকা খ্যাতি অর্জন করেন। সম্প্রতি ‘উইডস’ নামে একটি টিভি শো’তেও দেখা যাচ্ছিল এ পর্ন তারকাকে।

 

/ আর জে                                                                                                                                            সূত্র : যুগান্তর

 

 

Related Articles

Leave a Reply

Close
Close