দেশজুড়ে

মঙ্গলবার যেসব এলাকার ব্যাংক বন্ধ থাকবে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশের ৪২টি জেলার ৫৪টি উপজেলায় তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে মঙ্গলবার (২০ অক্টোবর)। সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। মূলত উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচন এবং স্থগিত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে এসব এলাকার ব্যাংকগুলো বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন ও স্থগিত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করায় নির্বাচনের সংশ্লিষ্ট ৪২টি জেলার ৫৪টি উপজেলার নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর সব শাখা বন্ধ থাকবে।

সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে এ ছুটি ঘোষণা করা হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close