জীবন-যাপনভ্রমন

ভ্রমণে গিয়ে একদিনের জন্য বিয়ে করার সুযোগ পাবেন যে শহরে!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিয়ে নিয়ে কত মাথা ব্যথাই না থাকে লোকজনের। ও বাবা, বিয়ে? এখন না। তারপর জীবনভর ঝামেলা চলুক নাকি! ওসব ঝামেলায় নেই বস! আমি সিঙ্গেল..।

জীবনে সিঙ্গেল থাকিয়াই মরিতে চাহি আমি এ সুন্দর ভূবনে…’ বিয়ে নিয়ে এমন অনেক কথাই শোনা যায়। কিন্তু ভাবুন তো, যদি একদিনের জন্য বিয়ে করার সুযোগ থাকত? আর সেই একদিনেই যদি মধুচন্দ্রিমার মধুর আমেজ নেওয়া যেত! কি অকল্পনীয় ভাবনার মতো লাগছে তো? ভাবছেন, যাঃ তা আবার হয় নাকি!

শুনে অবাক লাগলেও এটাই সত্যি। মন্দ হবে কি না, জানা নেই। তবে, একদিনের স্বামী কিংবা স্ত্রী হওয়ার সাধপূরণ করতে পারেন আপনিও। সঙ্গে আইসক্রিমের উপর অতিরিক্ত টপিংসের মতো উপরিপাওনার হিসেবে মিলবে মধুচন্দ্রিমার সুযোগ।

আপনি চাইলে মধুচন্দ্রিমা যাপনের দিনক্ষণ বাড়িয়েও দিতে পারেন। তবে, তার জন্য খানিক টাকা খরচ করতে হবে। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে মিলবে এই সুবর্ণ সুযোগ।

পছন্দমাফিক সেখানকার স্থানীয় কোনও মেয়ে বা ছেলেকে বিয়ে করে নিন। এরপর সেই শহরেই মিলবে জামাই আদর বা বউমা আদর। আর মধুচন্দ্রিমায় ঘুরে নিতে পারবেন গোটা আমস্টারডাম শহরটা।

সূত্রের খবর, আরও বেশি করে পর্যটক টানার উদ্দেশেই এ উদ্যোগ নেওয়া হয়েছে আমস্টারডাম প্রসাশনের পক্ষে। এর ফলে আগামী এক দশকে আমস্টারডামে ভ্রমণার্থীর সংখ্যা ১৯ মিলিয়ন থেকে বেড়ে দাঁড়াবে ২৯ মিলিয়ন, এমনটাই অনুমান করছেন সে দেশের ভ্রমণ সংস্থার কর্তারা।

দেবোরা নিকোলাস-লি নামের এক মহিলা সদ্য ঘুরে এসে সোশ্যাল মিডিয়ায় তাঁর নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন।

নকল হলেও, এই বিয়ে বিয়ে খেলা মন্দ নয়, জানিয়েছেন দেবোরা নিজেই। আর সেই নকল বিয়ের মধুচন্দ্রিমাযাপনও নাকি বেশ সুখের, এমনটাই মত তাঁর। চাইলে আপনিও এই সুযোগ নিতে একবারটি ঢুঁ মেরে আসতেই পারেন আমস্টারডামে।

Related Articles

Leave a Reply

Close
Close