করোনাবিশ্বজুড়ে

ভ্যাক্সিন নিলেই ১০০ ডলার প্রনোদনা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভ্যাকসিন প্রয়োগের হার বাড়াতে নতুন গ্রহীতাদের প্রত্যেককে ১০০ মার্কিন ডলার করে প্রণোদনা দিতে অঙ্গরাজ্যগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ভ্যাকসিন গ্রহীতাদের জন্য প্রণোদনা এবং কেন্দ্র সরকারের কর্মীদের জন্য ভ্যাকসিন সংক্রান্ত নতুন নির্দেশনাও জারি করেছেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের প্রায় ২০ লাখ সরকারি কর্মীকে এখন হয় ভ্যাকসিন নিতে হবে নয়তো বাধ্যতামূলকভাবে সপ্তাহে সপ্তাহে শনাক্তকরণ পরীক্ষায় অংশ নিতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে।

ভ্যাকসিন গ্রহীতাদের ১০০ ডলার করে প্রণোদনা দিতে অঙ্গরাজ্যগুলো এক দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের কেন্দ্রীয় প্রণোদনা তহবিল থেকে অর্থ নিতে পারবে।

এদিকে, যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নেওয়ার উপযুক্তদের অর্ধেককেই এখন পর্যন্ত ভ্যাকসিনের পূর্ণ ডোজ দেওয়া সম্ভব হয়নি বলে সরকারি সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close