দেশজুড়ে
ভোলায় ১৪ বছরের শিশুর ঘুষিতে ১২ বছরের শিশুর মৃত্যু
ঢাকা অর্থনীতি ডেস্ক: একজনের বয়স ১২ ও আরেকজনের ১৪ বছর। খেলা শেষে পানি পান করা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে এক শিশু তুই বলায় আরেক শিশু ক্ষিপ্ত হয়ে ঘুষি মারে। এতে মেহেদী নামে এক শিশু (১২) মারা যায়।
শুক্রবার ( ০১ নভেম্বর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহিদিয়া তালিমুল কোরআন মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মেহেদীর চাচা মো. বশির হাওলাদার বাদী হয়ে দুজনকে আসামি করে আজ শনিবার চরফ্যাশন থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ এক শিশুর বাবাকে গ্রেপ্তার করেছে। শিশুটিকে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী জানান, একদল স্কুলপড়ুয়া শিশু চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শাজাহান মোল্লা বাড়ির দরজায় ওয়াহিদিয়া তালিমুল কোরআন মাদ্রাসার মাঠে ফুটবল খেলতে যায়। দুপুর ১২টার দিকে খেলা শেষ হয়। পানির তৃষ্ণা লাগলে দক্ষিণ ফ্যাশন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মেহেদী হাসান একটি বোতল নিয়ে কাছের নলকূপ থেকে পানি আনতে যায়। পানি নিয়ে এসে এক শিশু ছাড়া বাকি বন্ধুদের পানি পান করায়। এ নিয়ে ওই শিশুর সঙ্গে মেহেদীর কথা-কাটাকাটি হয়।
মেহেদী ওই শিশুকে তুই সম্বোধন করায় সে জোরে এক ঘুষি মারে। এতে মেহেদী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।
প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে বরিশাল পাঠিয়ে দেন। বিকেল পাঁচটার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরিফিন জানান, মামলার এজাহারে বলা হয়, আগে থেকেই দুই শিশুর পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ মামলা-মোকদ্দমা চলছে। তারই জের ধরে মেহেদীর ওপর হামলা করা হয়েছে।