দেশজুড়ে

ভোলায় দেশীয় অস্ত্রসহ ২ জলদস্যু আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভোলার মেঘনার বঙ্গেরচর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। আজ রবিবার(১২ জানুয়ারি) ভোর রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।আটককৃতরা হলে, রাজাপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে বাহাদুর (৩৮) ও একই এলাকার আব্দুল কাদের এর ছেলে কামাল হোসেন (৩২)।

কোস্ট গার্ডের দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফট্যানেন্ট ওয়াসিম আকিল জাকি জানান, বঙ্গের চর এলাকায় জলদস্যু ২টি বাহিনীর মধ্যে গোলাগোলির চলছিলো। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যু বাহিনী সদস্যরা পালিয়ে যেতে থাকে। এসময় সেখান থেকে দুই জলদস্যুকে আটক করে কোস্টগার্ড। তাদের কাছ থেকে ৯টি রামদা জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করে ভোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close